
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয়। অধ্যায়-১০ টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) । গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
অধ্যায়-১০ টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি)
১. 'অংশীদারিত্ব' SDG এর কত নম্বর অভীষ্ট?
* ১৭
খ) ১৬
গ) ১৫
ঘ) ১৪
২. এসডিজি এর ৪র্থ নম্বর অভীক্ষা কোনটি?
ক) ক্ষুধামুক্তি
খ) সুস্বাস্থ্য
* গুণগত শিক্ষা
ঘ) জেন্ডার সমতা
৩. এসডিজি বাস্তবায়নে প্রধান বিবেচ্য বিষয় কোনটি?
ক) সামাজিক পরিবর্তন
খ) প্রযুক্তির উন্নতি
* অংশীদারিত্ব
ঘ) যোগাযোগের উন্নতি
৪. “টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে কোন সংস্থা কাজ করছে?
ক) বিশ্বব্যাংক
খ) ইউনিসেফ
গ) ইউনেস্কো
* জাতিসংঘ
৫. টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে কাদেরকে একযোগে কাজ করতে হবে?
* সরকার ও জনগণ
খ) সরকার ও শিক্ষকগণ
গ) এনজিও ও সুশীল সমাজ
ঘ) সরকার ও সুশীল সমাজ
৬. উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীকে কী বলা হয়?
ক) সমাজকর্মী
খ) উন্নয়নকর্মী
* অংশীজন
ঘ) অংশীদার
৭. একজন কৃষক তার ফসল উৎপাদনে পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করেন। আবার তার ক্ষেতের চারপাশে বৃক্ষ রোপণ করেন এই কৃষক টেকসই উন্নয়নে ভূমিকা রাখছেন-
i. উন্নয়নের অংশীদার হওয়ার মাধ্যমে
ii. নিজ দায়িত্ব পালন করার মাধ্যমে
iii. সামষ্টিক উন্নয়নে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
৮. উন্নয়ন লক্ষ্য অর্জনে কাজ করতে হবে-
i. সরকারকে
ii. বা বেসরকারি সংগঠনকে
iii. তৃণমূল জনগোষ্ঠীকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৫২৯ ও ৫৩০নং প্রশ্নের উত্তর দাও :
'M' এলাকার চেয়ারম্যান তার নিজ উদ্যোগে এলাকার জনগণকে কৃষিকাজে প্রশিক্ষণ প্রদান করেন। জনগণ ফসল উৎপাদনে সার, কীটনাশক ইত্যাদি পরিমিত ব্যবহার করে পরিবেশ সহায়ক উৎপাদন পদ্ধতি অব্যাহত রাখছে।
৯. 'M' এলাকার চেয়ারম্যানের উদ্যোগটি SDG এর কোন অভীষ্ট অর্জনে ভূমিকা রাখে?
ক) দারিদ্র্য বিলোপ
খ) ক্ষুধা মুক্তি
* অংশীদারিত্ব
ঘ) অর্থনৈতিক প্রবৃদ্ধি
১০. উক্ত অভীষ্ট অর্জনে চ্যালেঞ্জ হলো-
i. সম্পদের অসম বণ্টন
ii. এর দ্রারিদ্র্য
iii. পা প্রাকৃতিক দুর্যোগ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
১১. SDG বাস্তবায়নে জরুরি হলো-
ক) বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন
* বৈষম্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা
গ) দরিদ্র দেশকে সহায়তা করা
ঘ) জলবায়ু পরিবর্তন রোধ করা
১২. আরমান সাহেব এলাকা থেকে দারিদ্র্যের অবসান ঘটাতে চাইলে তার করণীয় কী?
* এস ডি জি বাস্তবায়ন করে
খ) এস ডি জি বাস্তবায়ন করে
গ) অংশীদারিত্বের মাধ্যমে
ঘ) টেকসই উন্নয়নের দ্বারা
১৩. বাংলাদেশে এসডিজি বাস্তবায়িত হলে-
i. জেন্ডার সমতাবিধান হবে
ii. প্রাকৃতিক দুর্যোগ প্রশমন হবে
ii. বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ
১৪. পৃথিবীর কোন দেশকে MDG অর্জনের রোল মডেল বলা হয়েছে?
ক)-চীন
খ) জাপান
গ) ভারত
* বাংলাদেশ
১৫. 'টেকসই উন্নয়ন অভীষ্ট' কত সালের মধ্যে অর্জন করতে হবে?
ক) ২০২৯
* ২০৩০
গ) ২০৩১
ঘ) ২০৩২
১৬. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের রোল মডেল বলা হয় কোন দেশকে?
ক) ভারত
* বাংলাদেশ
গ) সিঙ্গাপুর
ঘ) চীন
১৭. কোন সালের মধ্যে আমাদেরকে এসডিজি অর্জন করতে হবে?
ক) ২০২৫
* ২০৩০
গ) ২০৩৫
ঘ) ২০৪০
১৮. 'সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য' কোন সংস্থা নির্দেশ করেছে?
ক) বিশ্বব্যাংক খ) ইউএনডিপি
* জাতিসংঘ ঘ) ইউনেস্কো
১৯. বিশ্বব্যাপী কী বেড়ে চলেছে?
ক) দারিদ্র্যের হার
* সম্পদের বৈষম্য
গ) জ্ঞানচর্চার ধারা
ঘ) ভোগব্যয়ের সামঞ্জস্য
২০. SDG এর পূর্ণরূপ কী?
ক) Suitable development Goals
খ) Substained Development Goals
গ) Sustainable Developing Goals
* Sustainable Development Goals
উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
ফাহমিদা একজন গণমাধ্যমকর্মী। কুড়িগ্রাম এলাকায় দারিদ্র্যসংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করতে গিয়ে তিনি দেখলেন যে, এখানে অধিকাংশ মানুষ দারিদ্র্যকবলিত জীবনযাপন করছে। দারিদ্র্যের কারণে তাদের জীবনযাত্রার মানও অত্যন্ত নিম্ন।
২১. উদ্দীপকের সমস্যাটির জন্য প্রত্যক্ষভাবে দায়ী কোনটি?
ক) নৈরাজ্য ও অশিক্ষা
* বধ্য সম্পদের অসম বণ্টন
গ) অজ্ঞতা ও অসহায়ত্ব
ঘ) ভৌগোলিক অবস্থান
২২. উদ্দীপকের সমস্যাটি টেকসই উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ-
i. সকলের অংশগ্রহণ নিশ্চিত করা যায় না
ii. বিভক্তি ও বিদ্বেষ বৃদ্ধি করে
iii. সামগ্রিক উন্নয়ন সাধন করা অসম্ভব হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
২৩. টেকসই উন্নয়নের মৌলিক বিবেচ্য বিষয় কোনটি?
ক) কৃষি উন্নয়ন
* পরিবেশ সংরক্ষণ
গ) নিরক্ষরতা দূরীকরণ
ঘ) নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার
২৪. ২০২১ সাল নাগাদ বাংলাদেশ নিচের কোনটিতে প্রতিশ্রুতিবদ্ধ?
ক) উন্নত ও উচ্চ আয়ের দেশ
* ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশ
গ) এমডিজি ঘ) এসডিজি
২৫. টেকসই উন্নয়নের মৌলিক বিবেচ্য বিষয় হলো-
ক) সমাজ ও প্রশাসন
খ) জলাবদ্ধতা ও উন্নয়ন
* সমাজ ও পরিবেশ
ঘ) নাগরিক ও উন্নয়ন
২৬. টেকসই উন্নয়ন কয়টি বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিত হয়?
ক) দুটি
* তিনটি
গ) চারটি
ঘ) ছয়টি
২৭. গ্রামীণ অর্থনীতির বিকাশে কোন খাতকে প্রাধান্য দিতে হবে?
ক) কৃষিখাত
* অ-কৃষিখাত
গ) বনজ খাত
ঘ) শিল্প খাত
২৮. এস ডি জি বাস্তবায়নে আমাদেরকে-
i. পরিবেশ দূষণ কমাতে হবে
ii. সকল ক্ষেত্রে বৈষম্য কমাতে হবে
iii. কার্যকর অর্থনৈতিক নীতি তৈরি করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
২৯. ভারী বর্ষণের কারণে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। এক্ষেত্রে যেসব সমস্যা হতে পারে—
i. যান চলাচল ব্যাহত হয়
ii. স্বপ্ন আয়ের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়
iii. পরিবহন মালিকরা জনগণকে দুর্দশায় নিপতিত করে
নিচের কোনটি সঠিক?
* i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের ছকটি পড়ে ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
|
টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্রগুলো |
||
|
ক |
খ |
গ |
|
অর্থের সঙ্গে সম্পৃক্ত |
আমাদের চার পাশের সঙ্গে সম্পৃক্ত |
? |
৩০. প্রশ্নবোধক (?) চিহ্নে কোনটি বসবে?
ক) শিক্ষা
* সমাজ
গ) বাস্তুসংস্থান
ঘ) জীববৈচিত্র্য
+88 01713 211 910