
বিসিএস: সাধারণ জ্ঞন-বাংলাদেশ: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক
বিসিএস: সাধারণ জ্ঞন-বাংলাদেশ: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক
১। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? Or, Which European country first recognized Bangladesh independent nation?
উত্তর: পূর্ব জার্মানি গ্রিস
২। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? / Which is the first African country to recognize Bangladesh as an independent country?
উত্তর: সেনেগাল
৩। ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২
৪। ১৯৭১ সালের ডিসেম্বরে দুই লক্ষাধিক ভারতীয় সেনা (মিত্র বাহিনী) আমাদের মুক্তি বাহিনীর সাথে বাংলাদেশে প্রবেশ করে। উক্ত ভারতীয় সেনা কত দিন বাংলাদেশে অবস্থান করেছিল?
উত্তর: প্রায় তিন মাস
৫। বাংলাদেশ সফরকারী প্রথম বিদেশী সরকার প্রধান কে?
উত্তর: ইন্দিরা গান্ধী
৬। মার্শাল ফুকো ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১৯ মার্চ
৭। ভারত-বাংলাদেশের সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কখন?
উত্তর: ১৯৭২ সাল
৮। বাংলাদেশের কোন নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে?
উত্তর: পদ্মা
৯। ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর?
উত্তর: গঙ্গা
১০। ‘ফারাক্কা বাঁধ’ পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল কোন সালে?
উত্তর: ১৯৭৫
১১। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
উত্তর: ১৬.৫ কিলোমিটার
১২। ১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চ কার নেতৃত্বে পরিচালিত হয়?
উত্তর: মওলানা আবদুল হামিদ খান ভাসানী
১৩। এখন পর্যন্ত ফারাক্কার ওপর কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
উত্তর: ৩টি
১৪। গঙ্গার পানি বন্টন চুক্তি প্রথম কোন সনে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৭৭
১৫। ভারতের সঙ্গে বাংলাদেশে পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: নয়াদিল্লি
১৬। When was the water treaty signed between Bangladesh and India? Or, বাংলাদেশ-ভারত পানিচুক্তি (গঙ্গার পানিবণ্টন চুক্তি) স্বাক্ষরিত হয়েছে কবে?
উত্তর: 12 December, 1996
১৭। কোন তারিখে ভারত-বাংলাদেশ পানি চুক্তি কার্যকর হয়?
উত্তর: ১ জানুয়ারি ১৯৯৭
১৮। ভারত-বাংলাদেশ (গঙ্গা নদীর) পানি চুক্তির মেয়াদ কত বছর?
উত্তর: ৩০ বছর
১৯। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে?
উত্তর: বন্যার প্রকোপ বৃদ্ধি
২০। টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে নির্মিত?
উত্তর: সুরমা
২১। ভারত কোন নদীতে ‘টিপাইমুখ বাঁধ’ নির্মাণের পরিকল্পনা করেছে? Or, On which river is the “Tipaimukh Dam” going to be built?
উত্তর: বরাক
২২। “Tipaimukh Dam” is located in which of the following state of India? Or, ‘টিপাইমুখ বাঁধ’ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: Manipur
২৩। প্রস্তাবিত টিপাইমুখ বাঁধটি কোন দুই নদীর সংযোগস্থলে তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে?
উত্তর: সুরমা ও কুশিয়ারা
২৪। ‘গজলডোবা বাঁধ’ বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত?
উত্তর: তিস্তা
২৫। ভারত-বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয়?
উত্তর: ১৬ মে, ১৯৭৪
২৬। ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: দিল্লি
২৭। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কার্যকর হয় কখন?
উত্তর: ১ আগস্ট, ২০১৫
২৮। বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বিল লোকসভায় কবে পাস হয়?
উত্তর: ৭ মে, ২০১৫
২৯। বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল?
উত্তর: ১১১টি
৩০। ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
উত্তর: ১১১ টি
৩১। বাংলাদেশের ছিটমহলগুলো ভারতের কোন জেলার অন্তভুক্ত ছিলো?
উত্তর: জরপাইগুড়ি
৩২। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? Or, In which district is Dahagram enclave situated?
উত্তর: লালমনিরহাট
৩৪। “দহগ্রাম” কোন উপজেলায় অবস্থিত?
উত্তর: পাটগ্রাম
৩৫। তিন বিঘা করিডোর কোন জেলায়?
উত্তর: লালমনিরহাট
৩৬। তিনবিঘা করিডোরের আয়তন কত?
উত্তর: ১৭৮ মিটার × ৮৫ মিটার
৩৭। তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: তিস্তা
৩৮। বেরুবাড়ি ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তর: পঞ্চগড়
৩৯। বিলুপ্ত ছিটমহল ‘দাশিয়ার ছড়া’ কোন জেলায় অবস্থিত?
উত্তর: কুড়িগ্রাম
৪০। দাশিয়ার ছড়া ছিটমহলের বর্তমানে অবস্থান কোথায়?
উত্তর: ফুলবাড়ী উপজেলায়
৪১। পাদুয়া স্থানটি বাংলাদেশের কোন জেলার সীমান্তে অবস্থিত?
উত্তর: সিলেট
৪২। কোন জেলা রৌমারি ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত?
উত্তর: কুড়িগ্রাম
৪৩। ঢাকা-কোলকাতা সরাসরি যাতায়াতকারী ট্রেনটির নাম কী?
উত্তর: মৈত্রী এক্সপ্রেস
৪৪। সম্প্রতি খুলনা-কলকাতা রুটে চলাচলকারী ট্রেনের নাম কি?
উত্তর: বন্ধন
৪৫। বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে?
উত্তর: ১৫ জুন, ২০১৫
৪৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হাট চালু হয় কবে?
উত্তর: ২৩ জুলাই, ২০১১
৪৭। রোহিঙ্গা কারা?
উত্তর: মিয়ানমারের একটি জাতিগোষ্ঠী
৪৮। রোহিঙ্গাদের প্রকৃত বাসস্থান কোথায়?
উত্তর: মিয়ানমারের রাখাইন
৪৯। রাখাইন প্রদেশের পূর্ব নাম কি ছিল?
উত্তর: আরাকান
৫০। রোহিঙ্গাদের আদি বাসভূমির নাম কি?
উত্তর: আরাকান
৫১। রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী?
উত্তর: নর্থ রাখাইন স্টেট
৫২। কবে প্রথম মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আগমন ঘটে?
উত্তর: ১৯৭৮ সনে
৫৩। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কবে?
উত্তর: ১৯৮২ সনে
৫৪। “নাসাকা” কোন দেশের সীমান্ত রক্ষী বাহিনী (border force)?
উত্তর: মিয়ানমার
৫৫। মিয়ানমার কর্তৃক গঠিত রোহিঙ্গা সংক্রান্ত কমিশনের নাম কী?
উত্তর: আনান কমিশন
৫৬। মিয়ানমারে ২০১৬ সালে গঠিত ‘দি অ্যাডভাইজারি কমিশন অন রাখাইন স্টেট’- এর প্রধান কে ছিলেন?
উত্তর: কফি আনান
৫৭। রোহিঙ্গা সংকট সমাধানে গঠিত আনান কমিশনের সদস্য কত?
উত্তর: ৯জন
৫৮। USA recognized Bangladesh in - Or, স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
উত্তর: ৪ এপ্রিল, ১৯৭২
৫৯। Which of the following US presidents visited Dhaka ? / কোন মার্কিন প্রেসিডেন্ট ঢাকা সফরে এসেছিলেন?
উত্তর: Bill Clinton
৬০। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিনটন কোন তারিখে বাংলাদেশ সফরে আসেন?
উত্তর: ২০ মার্চ ২০০০
৬১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন?
উত্তর: বিল ক্লিনটন
৬২। বাংলাদেশ কত সালে ‘হানা’ (হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস আসেসমেন্ট) চুক্তি স্বাক্ষর করে?
উত্তর: ১৯৯৮
৬৩। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে তার নাম কি?
উত্তর: TICFA
৬৪। What is the full form of TICFA?
উত্তর: Trade & Investment Cooperation Framework Agreement
৬৫। বহুল আলোচিত ‘টিকফা’ চুক্তির বিষয় কি?
উত্তর: বাণিজ্য ও বিনিয়োগ
৬৬। জনাব এফ. আর. খান (ফজলুর রহমান খান) ছিলেন বাংলাদেশের গৌরব। তিনি কি ছিলেন?
উত্তর: স্থপতি
৬৭। পৃথিবীর বিখ্যাত একজন বাঙ্গালী স্থপতি কে?
উত্তর: জনাব এফ. আর. খান
৬৮। আমেরিকার শিকাগো শহরে অবস্থিত সিয়ার্স টাওয়ারের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে ছিলেন?
উত্তর: ফজলুর রহমান খান
৬৯। সিয়ার্স টাওয়ারের স্থপতি কে?
উত্তর: এফ. আর. খান
৭০। সিয়ার্স টাওয়ার কোথায় অবস্থিত?
উত্তর: যুক্তরাষ্ট্রের শিকাগোতে
৭১। বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?
উত্তর: ফজলুর রহমান খান
৭২। Which Bangladeshi engineer is the designer of record (DOR) of the planned large US civil work in Louisiana?
উত্তর: Anwar Zahid
৭৩। অধরা কণার অস্তিত্ব আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত কোন পদার্থবিজ্ঞানী?
উত্তর: এম জাহিদ হাসান
৭৪। বাংলাদেশের পদার্থবিজ্ঞানী ড. এম জাহিদ হাসান কোন বিশ্ববিদ্যালয়ে কাজ করেন?
উত্তর: প্রিন্সটন
৭৫। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদানকারী রাষ্ট্র কোনটি?
উত্তর: চীন
৭৬। গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত সালে?
উত্তর: ১৯৭৫ সালে
৭৭। বাংলাদেশের কোন সরকার প্রধান প্রথম চীনে রাষ্ট্রীয় সফরে যান?
উত্তর: প্রেসিডেন্ট জিয়াউর রহমান
৭৮। কোন দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই?
উত্তর: তাইওয়ান
৭৯। বাংলাদেশে কোন দেশের দূতাবাস নেই?
উত্তর: তাইওয়ান
৮০। বাংলাদেশ-চীন মৈত্রী সেতু কোন নদীর উপর অবস্থিত? Or, Bangladesh-China Friendship bridge runs over river?
উত্তর: বুড়িগঙ্গা
৮১। চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি?
উত্তর: দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
৮২। কোন বাঙালি নেতার নামের আগে নেতাজী বলা হয়?
উত্তর: সুভাষচন্দ্র বসু
৮৩। ‘আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।’ কে বলেছিলেন?
উত্তর: সুভাষচন্দ্র বসু
৮৪। বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার?
উত্তর: জাপান
৮৫। বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা হচ্ছে কি?
উত্তর: বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম
৮৬। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
উত্তর: বিশ্বব্যাংক
৮৭। বর্তমানে বাংলাদেশে বৃহৎ সাহায্য দানকারী দেশ কোনটি? Or, From which of the following countries does Bangladesh get highest amount of aid?
উত্তর: জাপান
৮৮। বাংলাদেশের সর্বোচ্চ ঋণদাতা দেশ কোনটি?
উত্তর: জাপান
৮৯। বাংলাদেশে “The Bay of Bengal Industrial Growth Belt (BIG-B)” সহযোগিতার উদ্যোক্তা দেশ কোনটি?
উত্তর: জাপান
৯০। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কী?
উত্তর: জাইকা
৯১। জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থার নাম?
উত্তর: জেটরো
৯২। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি?
উত্তর: পূর্ব জার্মানি
৯৩। রাশিয়া কত সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
উত্তর: ১৯৭২
৯৪। Which of the following muslim countries was the first, to recognize Bangladesh as an independent country? Or, কোন মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
উত্তর: None of these
৯৫। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? Or. Which one of the following Non-Arab Muslim countries first recognized Bangladesh as an independent nation?
উত্তর: মালয়েশিয়া
৯৬। মধ্যপ্রাচ্যের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তর: ইরাক
৯৭। কোন আরব দেশ সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
উত্তর: ইরাক
৯৮। With which country does Bangladesh have no economic and diplomatic relations?/ কোন দেশের সাথে বাংলাদেশের কোন কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই?
উত্তর: Israel
৯৯। The country that you cannot travel with your Bangladeshi passport is / কোন দেশে বাংলাদেশী পাসপোর্ট দ্বারা ভ্রমণ করা যায়না?
উত্তর: Israel
১০০। Bangladesh maintain no trade relationship with / কোন দেশের সাথে বাংলাদেশের কোন বাণিজ্যিক সম্পর্ক নেই?
উত্তর: Israel
১০১। বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের ডাক যোগাযোগ নেই?
উত্তর: ইসরায়েল
১০২। বিশ্বের কোন রাষ্ট্রের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই?
উত্তর: ইসরায়েল
১০৩। বাংলাদেশের কোন রাষ্ট্রপতি ইরাক-ইরান যুদ্ধ বন্ধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন?
উত্তর: প্রেসিডেন্ট মরহুম শহীদ জিয়াউর রহমান
১০৪। Bangladesh obtained its first membership in which organization? Or, বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
উত্তর: Commonwealth
১০৫। বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে- Or, In which year did Bangladesh become a member of common wealth?
উত্তর: ১৮ এপ্রিল, ১৯৭২
১০৬। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
উত্তর: ৩৪তম
১০৭। CPA এর পূর্ণ রূপ কি?
উত্তর: Commonwealth Parliamentary Association
১০৮। বাংলাদেশে কোন সনে CPA সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর: ২০০৩ সনে
১০৯। বাংলাদেশ সর্বপ্রথম NAM Summit এ যোগদান করেছিল কবে ও কোথায়?
উত্তর: Algiers ১৯৭৩
১১০। “I have not seen the Himalayas. But I have seen Sheikh Mujib. In personality and in courage, this man is the Himalayas. I have thus had the experience of witness the Himalayas.” - উক্তিটি কার? / ‘আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি।’- উক্তিটি কার?
উত্তর: ফিদেল কাস্ত্রো
১১১। Pakistan recognized Bangladesh in –
উত্তর: 1974
১১২। বাংলাদেশ কত সালে ইসলামী সহযোগিতা সংস্থা (OIC)-এর সদস্যপদ লাভ করে? Or, In which year did Bangladesh get the membership of the OIC?
উত্তর: ১৯৭৪ সালে
১১৩। OIC-এর কততম সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে?
উত্তর: দ্বিতীয়
১১৪। OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
উত্তর: ২য় শীর্ষ সম্মেলন
১১৫। ইসলামি উন্নয়ন ব্যাংককে (IDB) দেয়া বাংলাদেশের চাঁদার হার কত?
উত্তর: ১০.০ মিলিয়ন ইসলামিক দিনার
১১৬। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? Or, When did Bangladesh achieve Membership of United nations?
উত্তর: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
১১৭। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে কত সালে?
উত্তর: ১৯৭৪
১১৮। জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে?
উত্তর: ২৯তম
১১৯। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর: ১৩৬তম
১২০। জাতিসংঘে সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলায় ভাষণ প্রদান করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১২১। জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন?
উত্তর: সাধারণ পরিষদের অধিবেশন
১২২। বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কখন?
উত্তর: ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪
১২৩। জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?
২৯তম
১২৪। In which year, Bangladesh was elected as the president of UN General Assembly? Or, বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে?
উত্তর: 1986
১২৫। জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
উত্তর: এস. এ করিম
১২৬। Who was the first Bangladeshi presiding over General Assembly session of the United Nations? / জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
উত্তর: Humayaum Rashid Chowdhury
১২৭। জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন?
উত্তর: হুমায়ুন রশীদ চৌধুরী
১২৮। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ২০১০ এ সিহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ বা MDG বাস্তবায়নে কোন বিষয়ে বাংলাদেশ অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত পুরস্কার পায়?
উত্তর: শিশু মৃত্যুহার কমানোর জন্য
১২৯। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের (নিরাপত্তা পরিষদের) সদস্য পদ লাভ করে?
উত্তর: ২ বার
১৩০। বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য
নির্বাচিত হয়েছিল?
উত্তর: ১৯৭৯-৮০
১৩১। বাংলাদেশ কত সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদে নির্বাচিত হয়েছিল?
উত্তর: ২০০০ সালে
১৩২। জাতিসংঘের মহাসচিব হিসাবে প্রথম কে বাংলাদেশ সফর করেন?
উত্তর: কুর্ট ওয়াল্ডহেম
১৩৩। জাতিসংঘের মহাসচিব কফি আনান বাংলাদেশ সফর করেন কবে?
উত্তর: ২০০১ সালে
১৩৪। জাতিসংঘের মহাসচিব বান কি মুন কোন তারিখে বাংলাদেশে আগমন করেন?
উত্তর: ১ নভেম্বর, ২০০৮
১৩৫। কোন কারণে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বে সুনাম অর্জন করেছে?
উত্তর: আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম
১৩৬। In Bangladesh first participated in the UN Peace keeping
Operation? Or. বাংলাদেশে কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে?
উত্তর: 1988
১৩৭। প্রথমবার বাংলাদেশের নারী পুলিশের টিম জাতিসংঘ মিশনে কোন দেশে যায়?
উত্তর: পূর্ব তিমুর
১৩৮। বাংলা কোন দেশের দ্বিতীয় সরকারি ভাষা? Or, Which of the following countries has declared ‘Bengali’ as its 2nd language?
উত্তর: সিয়েরা লিওন
১৩৯। বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন সদস্য কোথায় বিমান দুর্ঘটনায় শহীদ হন?
উত্তর: বেনিনে
১৪০। কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’?
উত্তর: আইভরি কোস্ট বেনিন
১৪১। বর্তমানে কোন দেশে একটি গ্রামের নাম রাখা হয়েছে ‘রূপসী বাংলা’?
উত্তর: আইভেরি কোস্ট
১৪২। ‘বাংলাদেশ স্কয়ার’ কোথায় অবস্থিত?
উত্তর: লাইবেরিয়া
১৪৩। In which year did Bangladesh become a member of the IMF Or, বাংলাদেশ কোন তারিখে IMF এর সদস্য পদ লাভ করে?
উত্তর: 1972
১৪৪। বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে কত সালে?
উত্তর: ১৯৭২
১৪৫। বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সদস্য হয়?
উত্তর: জানুয়ারি, ১৯৯৫
১৪৬। বাংলাদেশ কোন সংস্থার সদস্য?
উত্তর: IMF
১৪৭। বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়?
উত্তর: G-7
১৪৮। Bangladesh is not a member of which of the following association? Or, বাংলাদেশ কোনটির সদস্য নয়?
উত্তর: OPEC
১৪৯। Bangladesh expressed its desire to become a member of which regional organization? Or, বাংলাদেশ কোন আঞ্চলিক সংগঠনের সদস্যপদ চাইছে?
উত্তর: ASEAN
১৫০। ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ (International Mother Language Day) কোনটি?
উত্তর: ২১ ফেব্রুয়ারি
১৫১। কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে? / 21st February was declared as the ‘International Mother Language’ Day by which organization?
উত্তর: UNESCO
১৫২। কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ পরিষদের সম্মেলন থেকে ‘একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার দিবস ঘোষণা করা হয়? Or, The International Mother Language Day was proclaimed by the general conference of UNESCO in?
উত্তর: ১৭ নভেম্বর, ১৯৯৯
১৫৩। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য কি?
উত্তর: ভাষা অধিকার
১৫৪। ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর: ৩০তম
১৫৫। From which year has the International Mother Language Day been observed? Or, কত সাল থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে?
উত্তর: ২০০০
১৫৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করেছে?
উত্তর: ১৮৮
১৫৭। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে দেশের বাইরে বিশ্বের প্রথম স্মৃতিসৌধটি নির্মিত হয় অস্ট্রেলিয়ার কোন নগরীতে?
উত্তর: সিডনি
১৫৮। Which International Organization has achieved ‘Ekushey Padak 2003’? কোন আন্তর্জাতিক সংস্থা ‘একুশে পদক- ২০০৩’ লাভ করে?
উত্তর: UNESCO
১৫৯। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে?
উত্তর: যুক্তরাষ্ট্র
১৬০। কোন সংস্থা ‘বিশ্ব ঐতিহ্য এলাকা’ ঘোষণা করে?
উত্তর: UNESCO
১৬১। বাংলাদেশে বর্তমানে ইউনেস্কো ঘোষিত কয়টি বিশ্ব ঐতিহ্য রয়েছে?
৩টি
১৬২। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে?
উত্তর: ষাট গম্বুজ মসজিদ
১৬৩। সোমপুর মহাবিহার কত সালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয়?
উত্তর: ১৯৮৫ সালে
১৬৪। বাংলাদেশের কোন বনাঞ্চল বিশ্ব ঐতিহ্য (World heritage site) হিসেবে স্বীকৃতি পেয়েছে?
উত্তর: সুন্দরবন
১৬৫। Sundarban is declared as ‘World Heritage’ by- Or, কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে?
উত্তর: UNESCO
১৬৬। ইউনেস্কো (UNESCO) কর্তৃক ‘সুন্দরবন প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য’ ঘোষিত হয় কবে? Or, Sundarban became inscribed as a UNESCO world heritage site in which year?
উত্তর: ৬ ডিসেম্বর, ১৯৯৭
১৬৭। সুন্দরবন ইউনেস্কো ঘোষিত কততম ওয়ার্ল্ড হেরিটেজ?
উত্তর: ৭৯৮তম
১৬৮। নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনও পর্যন্ত স্বীকৃতি পায়নি?
উত্তর: মহাস্থানগড়
১৬৯। UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity (মানবতার ধারক) হিসেবে আখ্যায়িত করেছে?
উত্তর: বাউল গান
১৭০। জাতিসংঘের ইউনেস্কো বাউল গানকে A Masterpieces of the Oral and Intangible Heritage of Humanity হিসেবে ঘোষণা করেছে কবে?
উত্তর: ২০০৫ সালে
১৭১। ২০১৩ সালে UNESCO’র ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর: জামদানি
১৭২। ইউনেস্কো ঘোষিত “ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি” কোনটি?
উত্তর: মঙ্গল শোভাযাত্রা
১৭৩। মঙ্গল শোভাযাত্রা-কে ইউনেস্কো কোন সালে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ২০১৬
১৭৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন?
উত্তর: UNESCO
১৭৫। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর কোন মহাপরিচালক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দেন?
উত্তর: ইরিনা বোকোভা
১৭৬। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর: ৩০ অক্টোবর, ২০১৭
১৭৭। কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোন বিষয়কে ইউনেস্কো World International Heritage Register-এ তালিকাভুক্ত করা হয়?
উত্তর: ২০১৭
১৭৮। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পায় কোনটি?
উত্তর: জামদানি
১৭৯। What is the second Geographical Indication product of Bangladesh?
উত্তর: Hilsa fish
১৮০। কোন ধরনের পণ্য হিসেবে বাংলাদেশ ইলিশ মাছের স্বত্ব অর্জন করেছে?
উত্তর: জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জি আই)
১৮১। বাংলাদেশের কোন আম GI পণ্যের স্বীকৃতি পেয়েছে?
উত্তর: হিমসাগর
১৮২। বাংলাদেশ কত সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৯৭৬
১৮৩। বাংলাদেশ CTBT চুক্তি স্বাক্ষর করে কোন তারিখে?
উত্তর: ২৪ অক্টোবর, ১৯৯৬
১৮৪। বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?
উত্তর: ২০০০
১৮৫। বাংলাদেশ CTBT অনুমোদনকারী কততম দেশ?
উত্তর: ২৮
১৮৬। এশিয়ান হাইওয়ে কতগুলো দেশকে সংযুক্ত করবে?
উত্তর: ৩২টি
১৮৭। এশিয়ান হাইওয়ের দৈর্ঘ্য কত কিমি?
উত্তর: ১৪১১০৫
১৮৮। এশিয়ান হাইওয়ে রুট মূল পরিকল্পনা অনুযায়ী কোন দিক দিয়ে বাংলাদেশ থেকে বের হবার প্রস্তাব রয়েছে?
উত্তর: জাফলং
১৮৯। বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যোগদান করে কবে?
উত্তর: নভেম্বর, ২০০৭
১৯০। ২০তম দেশ হিসেবে রেলওয়ে খাতে বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে কে?
উত্তর: ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক
Questions prepared
by
the Expert Teachers Panel
of
+88 01713 211 910