
বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ
|
বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ |
বাংলা ভাষার অপপ্রোয়গ নানাভাবে ঘটতে পারে।
প্রথমত : বাক্যে শব্দ বা পদের ভুল প্রয়োগ এবং
দ্বিতীয়ত : বানান সম্পর্কে অসচেতনতা।
আবার বাক্যে শব্দ বা পদের ভুল প্রয়োগও বিভিন্নভাবে হয়। যেমন : (১) বাগধারা ও প্রবাদ-প্রবচনের ভুল প্রয়োগ, (২) বাচ্যের ভুল প্রয়োগ, (৩) লিঙ্গের ভুল প্রয়োগ, (৪) বিশেষণের ভুল প্রয়োগ, (৫) যথাশব্দ ব্যবহারে অসচেতনতা, (৬) বচনের ভুল প্রয়োগ, (৭) সাধু ও চলিত ভাষার ভুল প্রয়োগ, (৮) সমাসের ভুল প্রয়োগ, (৯) প্রত্যয় ঘটিত ভুল প্রয়োগ ইত্যাদি। নিচে এই সমস্ত ভুল প্রয়োগ বা অপপ্রয়োগ দেখানোসহ শুদ্ধ প্রয়োগের কিছু উদাহরণ দেওয়া হলো:
|
|
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
|
|
অনেক হয়েছে, গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না। |
অনেক হয়েছে, ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না। |
|
|
আমি বসে আছি, যদি ময়লা ফেলতে ভাঙা কুলোর ডাক পড়ে। |
আমি বসে আছি, যদি ছাই ফেলতে ভাঙা কুলোর ডাক পড়ে। |
|
|
ও তো ঢোলের বাঁয়া, সঙ্গে থাকাও যা না থাকাও তা। |
ও তো ঢাকের বাঁয়া, সঙ্গে থাকাও যা না থাকাও তা। |
|
|
ওরা এক ঝাঁকের মাছ তো, তাই চালচলনও একরকম। |
ওরা এক ঝাঁকের কই তো, তাই চালচলনও একরকম। |
|
|
চোরটা যেন মাগুর মাছের প্রাণ; দু-চার ঘায়ে কিছু হবে না। |
চোরটা যেন কই মাছের প্রাণ; দু-চার ঘায়ে কিছু হবে না। |
|
|
তার খোদার উপর কারসাজি করার অভ্যাস গেল না। |
তার খোদার উপর খোদকারি করার অভ্যাস গেল না। |
|
|
দশচক্রে ঈশ্বর ভূত। |
দশচক্রে ভগবান ভূত। |
|
|
নিজের চরকায় মোবিল দাও, অন্যের কথা ভাবতে হবে না। |
নিজের চরকায় তেল দাও, অন্যের কথা ভাবতে হবে না। |
|
|
পরীক্ষা এলে অনেকেই চোখে হলুদ ফুল দেখে। |
পরীক্ষা এলে অনেকেই চোখে সর্ষে ফুল দেখে। |
|
|
মাখনের পুতুলটা কি তোমাদের সঙ্গে অতদূর যেতে পারবে? |
ননির পুতুলটা কি তোমাদের সঙ্গে অতদূর যেতে পারবে? |
|
|
মাস্টার সাহেব কারো সাতেও নেই সতেরোতেও নেই। |
মাস্টার সাহেব কারো সাতেও নেই পাঁচেও নেই। |
|
|
যেমন বুনো কচু তেমনি বাঘা চালতা। |
যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। |
|
|
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম। |
সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম। |
ev‡P¨i AccÖ‡qvM
|
|
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
|
|
আমরা প্রতিপালন হচ্ছি। |
আমরা প্রতিপালিত হচ্ছি। |
|
|
আমাকে দেখে সে আশ্চর্য হয়েছে। |
আমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে। |
|
|
আমাদের আচরণে তারা সন্তোষ হলো। |
আমাদের আচরণে তারা সন্তুষ্ট হলো। |
|
|
আমার কথা প্রমাণ হয়েছে। |
আমার কথা প্রমাণিত হয়েছে। |
|
|
আমার কথা শুনে সে বিস্ময় হয়েছে। |
আমার কথা শুনে সে বিস্মিত হয়েছে। |
|
|
গৌরব লোপ পেয়েছে। |
গৌরব লুপ্ত হয়েছে। |
|
|
ঘটনা বর্ণনা হয়েছে। |
ঘটনা বর্ণিত হয়েছে। |
|
|
তোমার যুক্তি খণ্ডন হয়েছে। |
তোমার যুক্তি খণ্ডিত হয়েছে। |
|
|
বস তোমার প্রতি ক্রোধ হয়েছেন। |
বস তোমার প্রতি ক্রুব্ধ হয়েছেন। |
|
|
বিধি লঙ্ঘন হয়েছে। |
বিধি লঙ্ঘিত হয়েছে। |
|
|
সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। |
সিদ্ধান্ত গৃহীত হয়েছে। |
|
|
সূর্য উদয় হয়েছে। |
সূর্য উদিত হয়েছে। |
|
|
সে চমৎকার হয়েছে। |
সে চমৎকৃত হয়েছে। |
|
|
সেখানে গেলে তুমি অপমান হবে। |
সেখানে গেলে তুমি অপমানিত হবে। |
|
|
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
|
|
তার সচিত্রিত প্রতিবেদন আমাদের মুগ্ধ করেছে। |
তার সচিত্র প্রতিবেদন আমাদের মুগ্ধ করেছে। |
|
|
তার সকাতর আবেদনে আমার মন গলে গেল। |
তার কাতর আবেদনে আমার মন গলে গেল। |
|
|
তার সকরুণ আবেদনে আমার মন গলে গেল। |
তার করুণ আবেদনে আমার মন গলে গেল। |
|
|
তার সলজ্জিত ভঙ্গি সবাইকে মুগ্ধ করেছে। |
তার লজ্জিত ভঙ্গি সবাইকে মুগ্ধ করেছে। |
|
|
তার আকুলিত আবেদন আমাকে মুগ্ধ করেছে। |
তার আকুল আবেদন আমাকে মুগ্ধ করেছে। |
|
|
সঠিক সময়ে সঠিক কাজ করবে। |
ঠিক সময়ে ঠিক কাজ করবে। |
|
|
সবিনয়পূর্বক বিষয়টি জানতে চাই। |
সবিনয়ে বিষয়টি জানতে চাই। |
|
|
সকৃতজ্ঞ চিত্তে সে আমার দিকে তাকালো। |
কৃতজ্ঞ চিত্তে সে আমার দিকে তাকালো। |
|
|
খবরটি শুনে আমি উদ্বেলিত হয়েছি। |
খবরটি শুনে আমি উদ্বেল হয়েছি। |
|
|
বাংলাদেশ এখন আনন্দে মুখরিত। |
বাংলাদেশ এখন আনন্দে মুখর। |
|
|
প্রফুল্লিত চিত্তে সে কথাটি বলল। |
প্রফুল্ল চিত্তে সে কথাটি বলল। |
|
|
আবশ্যকীয় বিষয়ে কার্পণ্য ভালো নয়। |
আবশ্যক বিষয়ে কার্পণ্য ভালো নয়। |
|
|
তোমরা একত্রিত গমন করো। |
তোমরা একত্রে গমন করো। |
|
|
দেশের উন্নয়নে আমরা সবাই সচেষ্টিত হবো। |
দেশের উন্নয়নে আমরা সবাই সচেষ্ট হবো। |
|
|
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
|
|
ইহার আবশ্যক নাই। |
ইহার আবশ্যকতা নাই। |
|
|
তিনি উদ্ধতপূর্ণ আচরণ করছেন। |
তিনি ঔদ্ধত্যপূর্ণ (বা উদ্ধত) আচরণ করছেন। |
|
|
দুর্বলবশত তিনি আসতে পারেননি। |
দুর্বলতাবশত তিনি আসতে পারেননি। |
|
|
সদাসর্বদা তোমার উপস্থিত প্রার্থনীয়। |
সর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়। |
|
|
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
|
|
আজ তার কনিষ্ঠ বোনের বাগদান অনুষ্ঠান |
আজ তার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান |
|
|
আজ করিম সাহেবের জ্যেষ্ঠ কন্যার বিয়ে। |
আজ করিম সাহেবের জ্যেষ্ঠা কন্যার বিয়ে। |
|
|
এই মহান নারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। |
এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। |
|
|
তাসনিমের মতো বুদ্ধিমান বালিকা এ অঞ্চলে নেই। |
তাসনিমের মতো বুদ্ধিমতী বালিকা এ অঞ্চলে নেই। |
|
|
কিশোর বালিকা কাতর অভিমানে ভেঙে পড়ল। |
কিশোরী বালিকা কাতর অভিমানে ভেঙে পড়ল। |
|
|
বর্তমানে বিদ্বান নারীর সংখ্যা উল্লেখযোগ্য। |
বর্তমানে বিদুষী নারীর সংখ্যা উল্লেখযোগ্য। |
|
|
মন্ত্রী মহাশয় পাপিষ্ঠ চাকরানিকে শাস্তি দিলেন। |
মন্ত্রী মহাশয় পাপিষ্ঠা চাকরানিকে শাস্তি দিলেন। |
|
|
রাহেলা এই বাড়ির কর্তা। |
রাহেলা এই বাড়ির কর্ত্রী। |
|
|
লটারি জিতেছেন এই ভাগ্যবান নারী। |
লটারি জিতেছেন এই ভাগ্যবতী নারী। |
|
|
সেই সাধক নারীর কথা কে না জানে। |
সেই সাধিকা নারীর কথা কে না জানে। |
|
|
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
|
|
আকন্ঠপর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। |
আকন্ঠ (বা কন্ঠপর্যন্ত) ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। |
|
|
তার দুচোখ অশ্রুজলে ভেসে গেল। |
তার দুচোখ অশ্রুতে ভেসে গেল। |
|
|
আপনার তথ্য গ্রাহ্যযোগ্য নয়। |
আপনার তথ্য গ্রাহ্য (বা গ্রহণযোগ্য) নয়। |
|
|
আমাদের দেশ এক সময় ব্রিটিশদের অধীনস্থ ছিল। |
আমাদের দেশ এক সময় ব্রিটিশদের অধীন ছিল। |
|
|
আলোচ্যমান অংশটুকু রবীন্দ্রনাথের কবিতা থেকে নেওয়া। |
আলোচ্য অংশটুকু রবীন্দ্রনাথের কবিতা থেকে নেওয়া। |
|
|
ইদানিংকালে ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা হচ্ছে। |
ইদানীং ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা হচ্ছে। |
|
|
কেবলমাত্র দুর্নীতিই এ সংকটের জন্য দায়ী। |
কেবল দুর্নীতিই এ সংকটের জন্য দায়ী। |
|
|
চোরটি বমালসুদ্ধ ধরা পড়েছে। |
চোরটি বমাল (বা মালশুদ্ধ) ধরা পড়েছে। |
|
|
ছেলেটি দারুণ সুবুদ্ধিমান। |
ছেলেটি দারুণ বুদ্ধিমান। |
|
|
তৎকালীন সময়ে সরকারের ভূমিকা সমালোচিত হয়। |
তৎকালে (বা সে সময়) সরকারের ভূমিকা সমালোচিত হয়। |
|
|
বিদেশি অতিথিদের সুস্বাগত জানানো হলো। |
বিদেশি অতিথিদের স্বাগত জানানো হলো। |
|
|
বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি। |
বিশ্বে বাংলাভাষীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি। |
|
|
বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে। |
বৃক্ষটি সমূলে (বা মূলসহ) উৎপাটিত হয়েছে। |
|
|
ব্যাপারটা আমার আয়ত্তাধীন নয়। |
ব্যাপারটা আমার আয়ত্ত (বা অধীন) নয়। |
|
|
শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। |
শুধু গায়ের জোরে কাজ হয় না। |
|
|
সবিনয়পূর্বক নিবেদন জানাই। |
সবিনয় (বা বিনয়পূর্বক) নিবেদন জানাই। |
|
|
সশঙ্কিতচিত্তে সে কথাটা বলল। |
সশঙ্কচিত্তে (বা শঙ্কিতচিত্তে) সে কথাটা বলল। |
|
|
হীন চরিত্রবান লোক পশুরও অধম। |
হীন চরিত্রলোক পশুরও অধম। |
|
|
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
|
|
অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য। |
অন্যায়ের প্রতিফল দুর্নিবার/অনিবার্য। |
|
|
অসুস্থবশত সে কলেজে আসতে পারে নি। |
অসুস্থতাবশত সে কলেজে আসতে পারেনি। |
|
|
আগত রবিবারে তারা যাবে । |
আগামী রবিবারে তারা যাবে । |
|
|
আপনি স্বপরিবারে আমন্ত্রিত। |
আপনি সপরিবারে আমন্ত্রিত। |
|
|
আমরা চাই শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্রকরণ করতে। |
আমরা চাই শিক্ষাব্যবস্থাকে রাষ্ট্রীয়করণ (বা রাষ্ট্রায়ত্তকরণ) করতে। |
|
|
আমার সাবকাশ নাই। |
আমার অবকাশ নাই। |
|
|
আসামির অনুপস্থিতে বিচার চলছে। |
আসামির অনুপস্থিতিতে বিচার চলছে। |
|
|
এই ফুলের রক্তিমতা চোখে পড়ার মতো। |
এই ফুলের রক্তিমা চোখে পড়ার মতো। |
|
|
এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা। |
এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা। |
|
|
এত পরিশ্রম আমার সাধ্যায়ত্ত নয়। |
এত পরিশ্রম আমার সাধ্য নয়। |
|
|
কুপুরুষের মতো কথা বলো না। |
কাপুরুষের মতো কথা বলো না। |
|
|
ছেলেটি ভয়ানক মেধাবী। |
ছেলেটি অত্যন্ত মেধাবী। |
|
|
তাহার সাংঘাতিক আনন্দ হইল। |
তাহার অপরিসীম আনন্দ হইল। |
|
|
তিনি মোকদ্দমায় সাক্ষী দেবেন। |
তিনি মোকদ্দমায় সাক্ষ্য দেবেন। |
|
|
তিনি স্বস্ত্রীক রংপুরে থাকেন। |
তিনি সস্ত্রীক রংপুরে থাকেন। |
|
|
পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান। |
পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান (বা ঘূর্ণ্যমান)। |
|
|
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। |
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। |
eûeP‡bi evûj¨RwbZ AccÖ‡qvM
|
|
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
|
|
অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে। |
অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে/অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে। |
|
|
নূতন নূতন ছেলেগুলো বড় উৎপাত করিতেছে। |
নূতন নূতন ছেলে বড় উৎপাত করিতেছে।/ নতুন ছেলেরা বড় উৎপাত করছে। |
|
|
যাবতীয় প্রাণীবৃন্দ এই বসুন্ধরার বাসিন্দা। |
যাবতীয় প্রাণী এই বসুন্ধরার বাসিন্দা। |
|
|
সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়। |
সকল ছাত্র পাঠে মনোযোগী নয়। |
|
|
সকল দর্শকমণ্ডলীকে স্বাগত জানাই। |
সকল দর্শককে স্বাগত জানাই/দর্শকমণ্ডলীকে স্বাগত জানাই। |
|
|
সভায় অনেক ছাত্রগণ এসেছিল। |
সভায় অনেক ছাত্র এসেছিল। |
|
|
সমুদয় পক্ষীরাই নীড় বাঁধে। |
সমুদয় পক্ষীই নীড় বাঁধে। |
mvay I PwjZixwZRwbZ AccÖ‡qvM
|
|
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
|
|
তাকে কলেজে যাইতে হইবে। |
তাহাকে কলেজে যাইতে হইবে। তাকে কলেজে যেতে হবে। |
|
|
তারা শ্মশানে শব পোড়াচ্ছে। |
তারা শ্মশানে শব দাহ করছে। তারা শ্মশানে মরা পোড়াচ্ছে। |
|
|
তাসনীমের চিঠি দেখে তিনি অবাক হইলেন। |
তাসনীমের চিঠি দেখে তিনি অবাক হলেন। তাসনীমের চিঠি দেখিয়া তিনি অবাক হইলেন। |
|
|
তাহার সৌজন্যে মুগ্ধ হয়েছি। |
তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। /তাহার সৌজন্যে মুগ্ধ হইয়াছি। |
|
|
তাহারা বাড়ি যাচ্ছে। |
তারা বাড়ি যাচ্ছে।/ তাহারা বাড়ি যাইতেছে। |
|
|
তাহারা যেন সবাই ভুল করিবার প্রতিযোগিতায় নেমেছে। |
তারা যেন সবাই ভুল করার প্রতিযোগিতায় নেমেছে। |
mgvm-NwUZ AccÖ‡qvM
|
|
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
|
|
অহর্নিশি দেশের কথাই ভাবি। |
অহর্নিশ দেশের কথাই ভাবি। |
|
|
তার মতো নিরহঙ্কারী মানুষ এই সমাজে নেই। |
তার মতো নিরহঙ্কার মানুষ এই সমাজে নেই। |
|
|
ধনী-নির্ধনী সবাই এই সুযোগ পাবে। |
ধনী-নির্ধন সবাই এই সুযোগ পাবে। |
|
|
নিরপরাধী হয়েও করিম সাজা পেল। |
নিরপরাধ হয়েও করিম সাজা পেল। |
|
|
নির্গুণী মানুষ মানুষের সম্মান পায় না। |
নির্গুণ মানুষ মানুষের সম্মান পায় না। |
|
|
নির্জ্ঞানী ব্যক্তি মানুষের শ্রদ্ধা অর্জন করতে পারে না। |
নির্জ্ঞান ব্যক্তি মানুষের শ্রদ্ধা অর্জন করতে পারে না। |
|
|
নির্দোষী মানুষ যেন সাজা না পায়। |
নির্দোষ মানুষ যেন সাজা না পায়। |
|
|
নীরোগী মানুষ দেশের সম্পদ। |
নীরোগ মানুষ দেশের সম্পদ। |
|
|
ভ্রাতাবৃন্দ আপনাদের আগমনে আমি আজ পুলকিত। |
ভ্রাতৃবৃন্দ আপনাদের আগমনে আমি আজ পুলকিত। |
|
|
মাতাজাতিকে সবার সম্মান করা উচিত। |
মাতৃজাতিকে সবার সম্মান করা উচিৎ। |
|
|
মাহিমামণ্ডিত এই জয় সমস্ত জাতিকে সম্মানিত করেছে। |
মহিমমণ্ডিত এই জয় সমস্ত জাতিকে সম্মানিত করেছে। |
cÖZ¨qNwUZ AccÖ‡qvM
|
|
অপপ্রয়োগ |
শুদ্ধ প্রয়োগ |
|
|
অসহ্যনীয় যন্ত্রণায় সে কষ্ট পাচ্ছে। |
অসহ্য/অসহনীয় যন্ত্রণায় সে কষ্ট পাচ্ছে। |
|
|
এই সিদ্ধান্তে আমরা ঐক্যমত হতে পেরেছি। |
এই সিদ্ধান্তে আমরা ঐকমত্য হতে পেরেছি। |
|
|
চিন্তার দৈন্যতা জাতিকে গ্রাস করেছে। |
চিন্তার দৈন্য বা দীনতা জাতিকে গ্রাস করেছে। |
|
|
তাদের মধ্যে বেশ সখ্যতা গড়ে উঠেছে। |
তাদের মধ্যে বেশ সখ্য গড়ে উঠেছে। |
|
|
তার আচরণে সৌজন্যতা প্রকাশ পেয়েছে। |
তার আচরণে সৌজন্য প্রকাশ পেয়েছে। |
|
|
তার গানের সুরে আমি মুহ্যমান হয়ে আছি। |
তার গানের সুরে আমি মোহ্যমান হয়ে আছি। |
|
|
তার সুরের মাধুরিমা সবাইকে মুগ্ধ করেছে। |
তার সুরের মধুরিমা সবাইকে মুগ্ধ করেছে। |
|
|
তিনি আমাদের সবার কাছে মান্যনীয় ব্যক্তি। |
তিনি আমাদের সবার কাছে মান্য ব্যক্তি। |
|
|
পরীক্ষার হলে পরস্পর কথা বলা দোষণীয় বিষয়। |
পরীক্ষার হলে পরস্পর কথা বলা দূষণীয় বিষয়। |
|
|
বই কেনার বিষয়ে আমার কোনো কার্পণ্যতা নেই। |
বই কেনার বিষয়ে আমার কোনো কার্পণ্য নেই। |
|
|
বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হওয়া উচিত নয়। |
বাহ্য সৌন্দর্যে মুগ্ধ হওয়া উচিত নয়। |
|
|
বিবাদমান দুই পক্ষই সন্ধি করতে রাজি হয়েছে। |
বিবদমান দুই পক্ষই সন্ধি করতে রাজি হয়েছে। |
|
|
ভালো-মন্দের স্বাতন্ত্রতা সে বুঝতে পারে না। |
ভালো-মন্দের স্বাতন্ত্র্য সে বুঝতে পারে না। |
|
|
লক্ষ্যণীয় বিষয় হচ্ছে দেশের মানুষ আজ সুন্দর স্বপ্ন দেখছে। |
লক্ষণীয় বিষয় হচ্ছে দেশের মানুষ আজ সুন্দর স্বপ্ন দেখছে। |
|
|
সাকিবের বোলিং-এ বৈচিত্র আছে। |
সাকিবের বোলিং-এ বৈচিত্র্য আছে। |
+88 01713 211 910